
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গুজরাট টাইটান্সের কাছে হারের পর পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অনিল কুম্বলে মনে করছেন, এই হারের ফলে সমস্যায় পড়তে পারেন রোহিতরা। প্লে অফ নিশ্চিত করতে বাকি দুই ম্যাচ জিততেই হবে। নয়তো বাকিদের রেজাল্টের অপেক্ষায় থাকতে হবে। শুরুটা জঘন্য হয় মুম্বইয়ের। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়। কিন্তু টানা ছয় ম্যাচ জিতে একসময় লিগ টেবিলের একনম্বর স্থান দখল করে। কিন্তু মঙ্গলবার ঘরের মাঠে তাঁদের বিজয়রথ থামিয়ে দেয় গুজরাট। যার ফলে প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা খুবই কম।
শেষ দুটো ম্যাচে জিতলে ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করবে। তবে প্রথম দুইয়ে শেষ করার কোনও গ্যারান্টি থাকবে না। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস ১৮ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে। অনিল কুম্বলে বলেন, '১৮ পয়েন্ট পেলে প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলবে। গুজরাটের বাকি তিন ম্যাচের মধ্যে একটা জিতলেই চলবে। কিন্তু মুম্বাইকে দুটোই জিততে হবে। ১৬ পয়েন্ট পেলে পরিস্থিতি চাপের হতে পারে। বাকি দলের রেজাল্টের অপেক্ষায় কেউ থাকতে চাইবে না। টানা ছয় ম্যাচ জেতার পর একটা হার। শেষ মিনিট পর্যন্ত ঝুলে থাকতে চাইবে না মুম্বই। ভাগ্য নিজের হাতে রাখতে, দুটো ম্যাচই জিততে হবে।' রবিবার ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের। কিন্তু 'অপারেশন সিঁদুর'এর জেরে ধর্মশালা, চণ্ডিগড় এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ। তাই রবিবার আদৌ মুম্বই-পাঞ্জাব ম্যাচ হবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।